
অধ্যায় ২১: বলি মহারাজকে বন্দী করলেন বামনদেব
カートのアイテムが多すぎます
ご購入は五十タイトルがカートに入っている場合のみです。
カートに追加できませんでした。
しばらく経ってから再度お試しください。
ウィッシュリストに追加できませんでした。
しばらく経ってから再度お試しください。
ほしい物リストの削除に失敗しました。
しばらく経ってから再度お試しください。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
このコンテンツについて
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ, অধ্যায় ২১-এর সংক্ষিপ্তসার: এই অধ্যায়ে, বলি মহারাজকে ভগবান বিষ্ণু তাঁর বামন অবতারে বন্দী করেন। বলি মহারাজ তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তিন পা জমি দান করতে সম্মত হন। ভগবান বামনদেব তাঁর দুই পা দিয়ে সমগ্র পৃথিবী ও স্বর্গলোক দখল করেন এবং তৃতীয় পা রাখার জন্য বলি মহারাজের মাথা চেয়ে নেন। বলি মহারাজ বিনম্রভাবে তাঁর মাথা ভগবানের পায়ের কাছে রাখেন। এইভাবে, বলি মহারাজ তাঁর সমস্ত সম্পত্তি ও ক্ষমতা হারিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন। ভগবান তাঁর ভক্তির প্রতি সন্তুষ্ট হয়ে তাঁকে পাতাল লোকের রাজা হিসেবে আশীর্বাদ করেন। এই অধ্যায়টি বলি মহারাজের ভক্তি, বিনম্রতা ও আত্মসমর্পণের গুরুত্বকে তুলে ধরে।